বহু বৎসর ধরিয়া বাংলাদেশের স্বাস্থ্য খাত যেমন একদিকে বিকশিত হইয়াছে, অন্যদিকে নানাবিধ সংকটের সাগরে ক্রমশ ডুবিতেছে। সম্প্রতি পত্রিকান্তরে প্রকাশিত বিবিএস কর্তৃক পরিচালিত জরিপে প্রকাশ পাইয়াছে যে, দেশের প্রতি তিন জনের মধ্যে এক জন মানুষ সরকারি বা বেসরকারি হাসপাতালে অবহেলা, অযত্ন ও অপচিকিৎসার শিকার হইয়াছে। দেখা যাইতেছে, স্বাস্থ্যসেবার প্রতি সাধারণ মানুষের অসন্তোষ ক্রমেই বৃদ্ধি পাইতেছে। জরিপে দেখা... বিস্তারিত