চিকিৎসার মান আরও উন্নত পর্যায়ে নিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

3 months ago 72

চিকিৎসাসেবার মান আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, আমার বিশ্বাস সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা সেটা পারবো।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ আয়োজিত ৩৩তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা একটি মহান পেশা। চিকিৎসকদের ওপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে। চিকিৎসকদের সুরক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন পাশের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ বা এপিবিকে দেশের মেডিসিন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের চিকিৎসকদের একটা দক্ষ সংগঠন বলে অভিহিত করেন। এপিবি ভারত, নেপাল ও শ্রীলঙ্কার সংগঠনের সঙ্গে যে জোরদার সম্পর্ক গড়ে তুলেছে তার প্রশংসা করেন তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নতি প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম বাহন। আশাকরি এই অগ্রযাত্রায় এপিবি স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনসহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য একজন বৈশ্বিক রোল মডেল হিসেবে অভিহিত করেছেন, যা একজন বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়।

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট প্রফেসর মো. রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক মো. কামরুল হাসান মিলন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক।

এএএম/ইএ

Read Entire Article