আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর-বি জানিয়েছে, চলতি মাসের ( জুন) প্রথম ৩ সপ্তাহে, আইসিডিডিআর-বি’র ডায়াগনস্টিক ল্যাবরেটরির বিভিন্ন শাখায় জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে আরটি-পিসিআর পরীক্ষা করাতে আসা ১৭১ জন রোগীর মধ্যে ১৪০ জনের দেহে চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। এই শনাক্তের হার প্রায় ৮২ শতাংশ, যা গত বছরের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। আইসিডিডিআর-বি ঢাকাবাসী-সহ সবাইকে চিকুনগুনিয়া... বিস্তারিত