চিন্ময় ব্রহ্মচারীর জন্য লিগ্যাল টিম গঠনের আহ্বান এইচআরসিবিএমের

1 month ago 25

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেজন্য একটি লিগ্যাল টিম গঠন করে মামলার পরবর্তী শুনানির ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনোরিটিস (এইচআরসিবিএম)। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের কনভেনার অ্যাডভোকেট লাকী বাছাড় এ আহ্বান জানান।

তিনি সরকারকে মাইনোরিটি নির্যাতনের সঠিক ও যথাযথ বিচার বিভাগীয় তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতকরণ, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আইনি সহযোগিতা নিশ্চিত করে শান্ত, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে বিচার বিভাগীয় তদন্ত এবং মাইনোরিটিদের অভিযোগগুলো থানায় লিপিবদ্ধকরণের ব্যবস্থা করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে কুশল বরন চক্রবর্তী, প্রোসেনজিৎ কুমার হালদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Read Entire Article