চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

2 months ago 62

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে বিস্ফোরক মামলায় কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম এস এম আলাউদ্দীন শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। একইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

সহকারী পাবলিক প্রসিকিউটর মো রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার তদন্তে আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

কোতোয়ালি থানার জিআরও উপপরিদর্শক টিপু কালবেলাকে জানান, মামলার তদন্ত কর্মকর্তা চিন্ময়কে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শুনানি শেষে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিন চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন চিন্ময় দাস।

গত বছরের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ৬টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

Read Entire Article