চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা পুলিশকে তদন্তের নির্দেশ

2 months ago 38

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে চট্টগ্রামের আদালতে। এনামুল হক নামের একজন ব্যবসায়ীর আবেদনে চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪শ থেকে ৫শ জনকে।

রোববার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক বাদী হয়ে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর বক্তব্য শুনে আবেদনটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন চট্টগ্রাম অ্যাডভোকেট ক্লার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ, আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস, আওয়ামী লীগ নেতা সজিব রায়, হাবিবুর রহমান মাসুম, রেজিস্ট্রেশন সদর রেকর্ড অফিসের কর্মচারী তপন কান্তি দাস, রাজিব দাস এবং ছাত্রলীগ নেতা জামিল হোসেন মুছা। এ ছাড়াও চট্টগ্রামের তিন সাংবাদিককেও মামলায় আসামি করা হয়েছে।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট মো. শামসুল আলম বলেন, গত ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী এনামুল হক আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের কাছে মারধরের শিকার হন। দাড়ি-টুপি থাকায় সেদিন তার ওপর হামলা করা হয়। তার ডান হাতে ভেঙে গেছে এবং মাথায় কোপের আঘাত রয়েছে। এ ঘটনায় চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে একটি মামলা করা হয়েছে। আদালত কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, আদেশে বাদী সংক্ষুব্ধ হয়েছেন। বাদীর সঙ্গে আলোচনা হয়েছে। মহানগর দায়রা জজ আদালতে আদেশের বিরুদ্ধে রিভিশন করা হবে।
 

Read Entire Article