চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

চিরকুটের মাধ্যমে দেওয়া এক জামায়াত কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকির চিরকুটটি তার ভাড়া বাসার বারান্দায় কে বা কারা রেখে যায় বলে জানা গেছে।  চিরকুটে লাল রঙে পুতুলের ছবি আঁকা ছিল এবং ইংরেজিতে লেখা ছিল, ‘I Kill You’। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার। হুমকিপ্রাপ্ত ওই জামায়াত কর্মীর নাম মো. শাহ আলম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজ রোড এলাকার জোবাইদুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহ আলম।  বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। পরে সেটি খুলে লাল রঙে ইংরেজিতে ‘I Kill You’ লেখা দেখতে পান এবং তাতে লাল রঙের

চিরকুট লিখে জামায়াত কর্মীকে হত্যার হুমকি

চিরকুটের মাধ্যমে দেওয়া এক জামায়াত কর্মীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হুমকির চিরকুটটি তার ভাড়া বাসার বারান্দায় কে বা কারা রেখে যায় বলে জানা গেছে। 

চিরকুটে লাল রঙে পুতুলের ছবি আঁকা ছিল এবং ইংরেজিতে লেখা ছিল, ‘I Kill You’। এতে আতঙ্কিত হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার।

হুমকিপ্রাপ্ত ওই জামায়াত কর্মীর নাম মো. শাহ আলম। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবিধার্থে তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজ রোড এলাকার জোবাইদুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকেন।

এ ঘটনায় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শাহ আলম। 

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় তার স্ত্রী মমতাজ বেগম বাসার বারান্দায় একটি সাদা কাগজ দেখতে পান। পরে সেটি খুলে লাল রঙে ইংরেজিতে ‘I Kill You’ লেখা দেখতে পান এবং তাতে লাল রঙের পুতুলের ছবি আঁকা ছিল। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন বলে জানান তারা।

এ বিষয়ে শাহ আলম বলেন, গতকাল বিকেলে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রামে ইজতেমায় যাওয়ার পথে নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতেই থানায় জিডি করি। ঘটনার পর থেকে আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন কালবেলাকে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow