এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা প্রবীর মিত্র। বিকেল ৩টা ৪০ মিনিটে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাকে দুপুরের দিকে শেষ শ্রদ্ধা জানান দীর্ঘদিনে সহকর্মীরা।
প্রয়াত এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে এসেছিলেন মিশা সওদাগর, আলমগীর, সুব্রত, বাপ্পী চৌধুরী, মেহেদী প্রমুখ। তাকে আরও শেষ শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, ফিল্ম ক্লাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা।
সবার শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে প্রবীর মিত্রর জানাজা সম্পন্ন হয়। এরপর দ্বিতীয় জানাজা চ্যানেল আইতে নিয়ে যাওয়া হয়।
রোববার (৫ জানুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীর মিত্র। রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তার বয়স হয়েছিল ৮১ বছর।
- আরও পড়ুন
- শ্রদ্ধামঞ্চ করা হয়েছিল প্রবীর মিত্রর জন্য, প্রথম জানাজা সম্পন্ন
- যেভাবে নায়ক হয়েছিলেন প্রবীর মিত্র
প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।
এমাআই/এমএমএফ/জিকেএস