ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহীদেশ ব্রাজিলের কোচ হয়েছেন আনচেলত্তি বেশ কিছুদিন হল। তবে কোচ হলেও ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে নামা হয়নি আনচেলত্তির। এবার সে স্বপ্ন পূরণ হচ্ছে।
মারাকানার মাটিতে এবার প্রথমবারের মতো দাঁড়াবেন কার্লো আনচেলত্তি। আর সেই অভিষেকেই ব্রাজিল কোচ ঘোষণা দিলেন—চিলির বিপক্ষে নামবে চার ফরোয়ার্ড সমন্বিত এক আক্রমণাত্মক দল। তবে আক্রমণ বাড়ালেও রক্ষণে ঢিলেমি চান না ইতালিয়ান কোচ।
বৃহস্পতিবার ব্রাসিলিয়া সময় রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৬.৩০) দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ১৭তম রাউন্ডে মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। সেই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘প্যারাগুয়ের বিপক্ষে যেমন খেলেছি, সেটিই ধরে রাখতে চাই। দলকে চাই আক্রমণাত্মক, দ্রুতগতির, একইসঙ্গে রক্ষণেও শক্তিশালী। সমর্থকদের খুশি করার মতো পারফরম্যান্সই আমাদের লক্ষ্য।’
তিনি আরও যোগ করেন, ‘হ্যাঁ, আমি চার ফরোয়ার্ড ব্যবহার করব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল যেন ভারসাম্য না হারায় এবং রক্ষণে দৃঢ় থাকে।’
প্রথমববারের মতো মারকানায় পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে আনচেলত্তি যে একাদশ সাজিয়েছেন সেভাবেই মূল ম্যাচেও নামবে তার দল বলে আশা করা হচ্ছে। নিচে দেখে নেওয়া যাক:
ব্রাজিল দল:
অ্যালিসন; ওয়েসলি, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালেয়াস, ও ডগলাস সান্তোস; কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস; রাফিনিয়া, এস্তেভাও, জোয়াও পেদ্রো ও গ্যাব্রিয়েল মার্টিনেলি।
এদিকে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন বাছাইপর্বের তৃতীয় স্থানে। গোল ব্যবধানে তাদের ওপরে ইকুয়েডর। শীর্ষে ৩৫ পয়েন্ট নিয়ে অপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির পর আগামী মঙ্গলবার ৪,১০০ মিটার উচ্চতায় এল আল্টো স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। যদিও বিশ্বকাপ এরইমধ্যে নিশ্চিত হয়েছে সেলেসাওদের।