চিড়িয়াখানায় সিংহের কাছে গিয়ে প্রাণ হারাল কিশোর

ব্রাজিলের জোও পেসোয়া শহরে এক ১৯ বছর বয়সী কিশোর সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন। কিশোরটি ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়ার উপর ওঠে। এরপর একটি গাছের মাধ্যমে প্রবেশ করে সিংহের কক্ষে ঢুকে। মৃত কিশোরের নাম গেরসন দে মেলো মাচাডো। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। জানা গেছে, তিনি সিংহের ট্রেইনার হওয়ার স্বপ্নও দেখতেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার এই কর্মকাণ্ড বেখেয়ালি। এটি আত্মহত্যার প্রচেষ্টা হতে পারে। ঘটনার সময় দর্শকরা সহিংস দৃশ্য দেখে চমকে উঠেছিলেন। সিংহিনী লিওনা কিশোরকে ধরার পর তিনি মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ঘাড়ের রক্তনালীয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

চিড়িয়াখানায় সিংহের কাছে গিয়ে প্রাণ হারাল কিশোর

ব্রাজিলের জোও পেসোয়া শহরে এক ১৯ বছর বয়সী কিশোর সিংহের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন। কিশোরটি ছয় মিটার উঁচু দেয়াল ও সুরক্ষা বেড়ার উপর ওঠে। এরপর একটি গাছের মাধ্যমে প্রবেশ করে সিংহের কক্ষে ঢুকে।

মৃত কিশোরের নাম গেরসন দে মেলো মাচাডো। তিনি মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। জানা গেছে, তিনি সিংহের ট্রেইনার হওয়ার স্বপ্নও দেখতেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার এই কর্মকাণ্ড বেখেয়ালি। এটি আত্মহত্যার প্রচেষ্টা হতে পারে।

ঘটনার সময় দর্শকরা সহিংস দৃশ্য দেখে চমকে উঠেছিলেন। সিংহিনী লিওনা কিশোরকে ধরার পর তিনি মাটিতে পড়ে যান। শেষ পর্যন্ত চিকিৎসকরা জানান, ঘাড়ের রক্তনালীয়ে আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।

চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা বলেছেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত। 

কিশোরের পরিচর্যায় থাকা একজন পরামর্শদাতা জানিয়েছেন, তার পরিবারে মানসিক রোগের ইতিহাস থাকলেও মাচাডো যথাযথ সহায়তা পাননি। তিনি আগে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাজনিত ঘটনা ঘটিয়েছিলেন। একবার বেড়া কেটে বিমানবন্দরের ভেতরেও ঢুকে পড়েছিলেন। 

স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। চিড়িয়াখানাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।  সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow