চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, হবে যেসব আলোচনা
আগামী সোমবার (২০ জানুয়ারি) পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটি তার প্রথম দ্বিপক্ষীয় সফর হবে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা নিজে এ তথ্য নিশ্চিত করেন।
এদিন সংবাদ সম্মেলনে এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।
তিনি বলেন, ‘চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার লক্ষ্যে এ সফর একটি বড় সুযোগ।’
এই কর্মকর্তা বলেন, ‘এই সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।’
তিনি বলেন, এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এগুলোর মধ্যে রয়েছে- অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান।