চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিল আরেক দেশ

4 hours ago 5
চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিয়েছে মঙ্গোলিয়া। প্রথমবারের মতো তিন দেশ যৌথ সীমান্ত প্রতিরক্ষা মহড়ায় অংশ নিয়েছে। মঙ্গলবার চীনের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।  জানা গেছে, দুই দিনব্যাপী মহড়ার সময় চীনের ভূখণ্ডে একটি যৌথ কমান্ড পোস্ট স্থাপন করা হয়। সেখান থেকে মহড়া সমন্বয় করা হয়। এ সময় তিন দেশের সেনাবাহিনী তাদের অস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে। এ ছাড়া যুদ্ধের সময় যৌথ অভিযান সমন্বয়, বড় ধরনের আক্রমণ ও সীমান্ত রক্ষায় যৌথ টহলের অনুশীলন করা হয়। কৌশলগত যৌথ সক্ষমতাও যাচাই করে তিন দেশ।  ‘বর্ডার ডিফেন্স কো-অপারেশন-২০২৫’ নামের এ মহড়ার বিষয়টি চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের অফিশিয়াল উইবো অ্যাকাউন্টে জানায়। তবে তারা সীমান্ত এলাকাটি অজ্ঞাত রাখে।  চীনের সেনাবাহিনী আরও জানায়, যার ভূখণ্ড, তার নেতৃত্ব; বহুপক্ষীয় পরামর্শ এবং সমান্তরাল কমান্ড নীতির ভিত্তিতে’ এ মহড়া পরিচালিত হয়। নিজেদের ভুল-ত্রুটি সংশোধন এবং পারস্পরিক জ্ঞানের বিনিময়ের মাধ্যমে তারা যুদ্ধ পরিচালনায় আরও সক্ষম হয়ে উঠেছেন।
Read Entire Article