চীনকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ

1 month ago 19

যুব বিশ্বকাপ খেলার যোগ্যতা আগেই অর্জিত হয়েছে। নিজেদের শেষ ম্যাচে চীনকে ৬-৩ গোলে উড়িয়ে পঞ্চম স্থান নিশ্চিত করল বাংলাদেশ। বিশ্বকাপে নাম লেখানো সংক্রান্ত ইতিহাস গড়ে আগামীকাল ( ৫ ডিসেম্বর) দেশে ফিরছে পুরুষ দল। পুরুষ দল ফিরলেও ওমানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ নারী দল আজ (৪ ডিসেম্বর)।

 

১০ জাতির জুনিয়র এশিয়া কাপ একই সঙ্গে ছিল যুব বিশ্বকাপের বাছাই পর্বও। প্লে-অফ ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। এবার নিশ্চিত করল পঞ্চম স্থান।

 

ওমানের মাসকাটে অনুষ্ঠিত চীনের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম এবং রকিবুল হাসান রকি। ২১, ২৬ ও ৩০ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে তিন গোল করেছেন আমিরুল ইসলাম। রকিবুল হাসান রকির করা তিনটি ছিল ফিল্ড গোল। এ নিয়ে আসরে ৭ গোল করেছেন রকিবুল হাসান রকি। আমিরুল ইসলামের গোলসংখ্যা ৫। আসরে এ নিয়ে দ্বিতীয়বার চীনের মুখোমুখি হলো বাংলাদেশ। গ্রুপ পর্বে দুদলের লড়াই ১-১ সমতায় শেষ হয়েছিল।

 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে ওমান থেকে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ দলের সদস্যদের। দুপুরে ফ্যালকন হলে বাংলাদেশ হকি ফেডারেশন দলের সদস্যদের জন্য সংবর্ধনার আয়োজন করবে।

Read Entire Article