চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে আব্দুল মঈন খানের বাসায় তার সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।