চীনের পূর্বাঞ্চলে বিরূপ আবহাওয়ার প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ, সবচেয়ে বেশি ভুগছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গরমে অসহনীয় হয়ে উঠেছে ছাত্রাবাসের পরিবেশ, যেখানে চার থেকে আটজন শিক্ষার্থী একসঙ্গে থাকেন—কিন্তু নেই এসির সুবিধা। ফলে কেউ কেউ আশ্রয় নিচ্ছেন লাইব্রেরি, শপিংমল, করিডোর, এমনকি তাঁবু বা হোটেলেও। কেউ আবার ক্যাম্পাসই ছেড়ে দিয়েছেন স্বস্তির আশায়।
চাংচুন শহরের ২০... বিস্তারিত