চীনের গিরগিটির নতুন একটি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে এই প্রজাতি খুঁজে পেয়েছে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা এবং বন্যপ্রাণী সুরক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
নতুন প্রজাতির গিরটিটির নাম সাইনসেলা ছেংতুয়েনসিস। বিশ্বে এই গণের ৪৩টি প্রজাতি চিহ্নিত করা হয়েছে। এদের প্রধানত এশিয়া, উত্তর এবং মধ্য আমেরিকায় পাওয়া যায়। এর... বিস্তারিত