চীনে বিক্রি হওয়া প্রতি চারটি ফোনের একটি আইফোন ১৭

চীনের বিশাল স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।  গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবরে চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল অ্যাপলের নতুন আইফোন ১৭। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। এই অর্জনকে অ্যাপলের জন্য বড় সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। কারণ গত কয়েক বছর ধরে চীনের উচ্চমূল্যের স্মার্টফোনের বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কড়া প্রতিযোগিতায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ২০২২ সালের পর এই প্রথম অ্যাপল চীনে এমন বাজার অংশীদারিত্ব দেখাল। চলতি বছরের অক্টোবরে চীনের সামগ্রিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮ শতাংশ। এর বড় অবদান এসেছে অ্যাপল ও দেশীয় নির্মাতাদের কাছ থেকে। কাউন্টারপয়েন্ট জানায়, আইফোন ১৭ সিরিজের তিনটিই এবার মাঝারি থেকে উচ্চমাত্রার প্রবৃদ্ধি দেখিয়েছে। এর মধ্যে বেসিক মডেলটির চাহিদাই ছিল সবচেয়ে বেশি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম বলেন, “নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি তুলে দিয়েছে। গড় বিক্রিমূল্য বাড়ায় আয় আরও ব

চীনে বিক্রি হওয়া প্রতি চারটি ফোনের একটি আইফোন ১৭

চীনের বিশাল স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থানে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। 

গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৫ সালের অক্টোবরে চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল অ্যাপলের নতুন আইফোন ১৭। গত বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।

এই অর্জনকে অ্যাপলের জন্য বড় সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। কারণ গত কয়েক বছর ধরে চীনের উচ্চমূল্যের স্মার্টফোনের বাজারে দেশীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কড়া প্রতিযোগিতায় পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ২০২২ সালের পর এই প্রথম অ্যাপল চীনে এমন বাজার অংশীদারিত্ব দেখাল।

চলতি বছরের অক্টোবরে চীনের সামগ্রিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮ শতাংশ। এর বড় অবদান এসেছে অ্যাপল ও দেশীয় নির্মাতাদের কাছ থেকে। কাউন্টারপয়েন্ট জানায়, আইফোন ১৭ সিরিজের তিনটিই এবার মাঝারি থেকে উচ্চমাত্রার প্রবৃদ্ধি দেখিয়েছে। এর মধ্যে বেসিক মডেলটির চাহিদাই ছিল সবচেয়ে বেশি।

প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিশ্লেষক আইভান ল্যাম বলেন, “নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি তুলে দিয়েছে। গড় বিক্রিমূল্য বাড়ায় আয় আরও বাড়বে। ফলে বছরের শেষ প্রান্তিক অ্যাপলের জন্য রেকর্ড হতে পারে।”

অ্যাপলের পাশাপাশি চীনা ব্র্যান্ডগুলোও বাজারে দারুণ করছে। শাওমি দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও বাজারে ২ নম্বরে উঠেছে। তাদের নতুন শাওমি ১৭ সিরিজ আগেভাগে বাজারে আসায় বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অন্যদিকে ওপ্পো ব্র্যান্ডের স্মার্টফোন বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। বিশেষ করে তাদের ফাইন্ড এক্স ৯ এবং রেনো ১৪ সিরিজ গ্রাহকের নজর কাড়ছে।

নতুন চ্যালেঞ্জ হুয়াওয়ে?

চীনা বাজারে হুয়াওয়ে সবসময়ই বড় প্রতিদ্বন্দ্বী। আগামী ২৫ নভেম্বর প্রতিষ্ঠানটি বাজারে আনছে তাদের নতুন মেট ৮০ সিরিজ। 

বিশ্লেষকদের মতে, এটি বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে। তবে অ্যাপলের বর্তমান বাজারধারা দেখে এখনই বড় কোনো পতনের আশঙ্কা দেখা যাচ্ছে না।

আইভান ল্যাম বলেন, “হুয়াওয়ে নতুন সিরিজ আনলেও অ্যাপলের ধারাবাহিক গতি কমে যাবে— এমন কোনো ইঙ্গিত এখন নেই।”

চীনা বাজারে অ্যাপলের এই উত্থান বিশ্বব্যাপী তাদের আয়ের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। উৎসবের মৌসুম সামনে রেখে প্রতিষ্ঠানটি বছরের শেষ প্রান্তিকে রেকর্ড বিক্রি পেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow