চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

12 hours ago 7
পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ৪০টি স্টিলথ যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই চুক্তি বাস্তবায়িত হলে পাকিস্তান হবে চীনের জে-৩৫এ স্টিলথ যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীন আগামী দুই বছরের মধ্যে পাকিস্তানে এই যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ায় যুদ্ধবিমান তৈরিতে তাদের অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না। জে-৩৫এ যুদ্ধবিমান : একটি আধুনিক প্রযুক্তির মাইলফলক জে-৩৫এ হলো চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান। এটি মাঝারি আকারের বহুমুখী ফাইটার জেট, যা যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী। যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং শত্রু রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এর বড় বৈশিষ্ট্য। এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তির একটি উদাহরণ। পাকিস্তানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি বিশ্লেষকরা মনে করছেন, জে-৩৫এ যুদ্ধবিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। পাকিস্তানের বিমানবাহিনী ইতোমধ্যেই এই চুক্তির অনুমোদন দিয়েছে। যদিও বেইজিং থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। মার্কিন চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি বলেছেন, এই চুক্তি পাকিস্তান এবং চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর করবে। তবে এর কার্যকারিতা পাকিস্তানের সামরিক দক্ষতা এবং চীনের সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করবে। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষায় ভারসাম্যের পরিবর্তন  এই পদক্ষেপ ভারত-পাকিস্তানের মধ্যে আকাশ প্রতিরক্ষার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। পাকিস্তান যদি দক্ষতার সঙ্গে এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে। বিশেষজ্ঞদের মতামত  বিশেষজ্ঞদের মতে, জে-৩৫এ যুদ্ধবিমান হাতে পেলে পাকিস্তান আকাশ প্রতিরক্ষায় ভারতের থেকে এগিয়ে যেতে পারে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তার জন্য এই বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাকিস্তানের জন্য এই চুক্তি শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির নয়, বরং কৌশলগত সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ। দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এই যুদ্ধবিমান বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
Read Entire Article