চীনের অর্থায়নে পেরুতে বন্দর চালু, যুক্তরাষ্ট্রের উদ্বেগ

6 days ago 9
এবার দক্ষিণ আমেরিকাও হাজির চীন। দেশটির অর্থায়নে নির্মিত হয়েছে পেরুর চাঙ্কাই বন্দর। এরইমধ্যে বন্দরটি উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এটি দক্ষিণ আমেরিকায় চীনের অর্থায়নে তৈরি করা প্রথম সমুদ্রবন্দর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে এই বন্দরটি তৈরি করা হয়েছে। লাতিন আমেরিকা ও এশিয়ার মধ্যে বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। শি জিনপিং একে একবিংশ শতাব্দীর সামুদ্রিক সিল্ক রোড হিসেবে অভিহিত করেছেন। শি জিনপিং পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের সঙ্গে লিমায় বলেন, এটি পেরুর জন্য উল্লেখযোগ্য আয় এবং বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
Read Entire Article