তিয়ানউ লিউফাং অনূর্ধ্ব-১৭ ফুটবল কাপের আয়োজন করেছিল চীন। এ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি ফুটবল দল। ২৭ সেপ্টেম্বর শনিবার ফাইনাল খেলতে নামবে দলটি। তাদের প্রতিপক্ষ উহান অনূর্ধ্ব-১৭ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একাডেমি দল সেমিফাইনালে ৪-০ গোলে হেনান প্রভিন্স এক্সপেরিমেন্টাল হাইস্কুল ফুটবল দলকে হারিয়েছে। গোল চারটি করেছেন- রায়হানুল ইসলাম রবিন, তাহসান খাঁ, স্বপন হোসেন […]
The post চীনের তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে বাফুফে একাডেমি appeared first on চ্যানেল আই অনলাইন.