চীনের পাল্টা নিষেধাজ্ঞায় নতুন বিপদে যুক্তরাষ্ট্র

1 month ago 16
ভূরাজনীতিতে দিন দিন সাপে-নেউলে সম্পর্কে জড়িয়ে পড়ছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে। এরই মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দুর্লভ ও জটিল এক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জিনপিং সরকার। এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বেশ ঝামেলা তৈরি করবে বলে মনে করা হচ্ছে।  বুধবার (০৪ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত একটি দুর্লভ খনিজ উপাদান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এর আগে চীনের বাজারে উন্নত মানের চিপ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে চলমান প্রযুক্তি যুদ্ধের সবশেষ অংশ হিসেবে এমন পদক্ষেপ নিল ভেটো ক্ষমতাসম্পন্ন দুই শক্তি। বলা হচ্ছে চিপ রপ্তানির বন্ধের মাধ্যমে চীনের যুদ্ধাস্ত্র উন্নয়ন ক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে বাধা দিতে চায় যুক্তরাষ্ট্র।  দুই দেশের মধ্যকার এ সংঘাতের ফলে বৈশ্বিক বাজারে চিপ সরবরাহের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা প্রযুক্তিপণ্যগুলোর দাম বাড়িয়ে তুলছে। সাম্প্রতিক বছরগুলোতে জো বাইডেন প্রশাসনের অধীনে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য সর্বনিম্ন স্তরে ঠেকেছে। বিশেষ করে চীনের আগ্রাসী সামরিক উত্থান, প্রযুক্তিগত উন্নয়ন ও মানবাধিকার লঙ্ঘনের জেরে এমন আচরণ করছে যুক্তরাষ্ট্র।  এমন এক সময় দুই দেশের মধ্যে বিবাদ দেখা গেল যখন আগামী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আরোহণের জন্য দিন গুনছেন রিপাবলিকান নেতা ডেনাল্ড ট্রাম্প, যিনি ক্ষমতায় আসার দিন থেকেই চীনের ওপর আরও কড়া ও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে আসছে। এমনকি চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ শুল্কারোপের হুমকিও দিয়েছেন নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট।  সম্প্রতি উচ্চ মানসম্পন্ন যন্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহৃত হাই ব্যান্ডউইথ মেমোরি চিপ, তিনটি সফটওয়্যার এবং চিপ তৈরিতে ব্যবহৃত ২৪টি উপাদান চীনে রপ্তানি করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এমনকি বিভিন্ন দেশে তৈরি উপাদানও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। এমনকি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে চীনের অন্তত দেড়শ’ কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।  মার্কিন এই নিষেধাজ্ঞার জবাবে চীন থেকে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহার যোগ্য প্রযুক্তিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। পাশাপাশি গ্যালিয়াম, জার্মানিয়াম ও অ্যান্টিমনির মতো গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে জিনপিং প্রশাসন। 
Read Entire Article