বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী উদিত নারায়ণ কনসার্টে এক নারী অনুরাগীর ঠোঁটে চুমু দিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর ভারতজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ গায়ক। বিভিন্ন ধরনের তির্যক মন্তব্যের তীর তার দিকে ছুটে এসেছিল। কিন্তু উদিতের ব্যবহারে কোনো দোষই দেখছেন না অভিনেত্রী কুণিকা সদানন্দ। বরং উদিতের পক্ষেই কথা বলেছেন এ অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে কুণিকা বলেছেন, ‘উদিত নারায়ণ চুম্বন করেছেন। একদম ঠিক করেছেন। কিন্তু যেখানে চুম্বন করেছেন, সেই জায়গাটা ঠিক নয়। গালে চুম্বন করতে পারতেন।‘
এখানেই শেষ নয়। এ বিষয়ে উদিত বলেছেন, ‘এটা একটা পুরনো ভিডিও। মনে হয় দুবছর আগের ভিডিও এটা। আমি কাউকে দোষ দিচ্ছি না। মেয়েটাও তো সামনে এসেছিল। থালায় লাড্ডু সাজিয়ে দিলে, লাড্ডু খাওয়া যাবে না? এটা মোটেই ঠিক নয়।’
আরও পড়ুন:
- তরুণীর ঠোঁটে চুম্বন বিতর্কে যা বললেন উদিত নারায়ণ
- নারীদের চুমু বিতর্কের পর স্ত্রীর মামলা খেলেন উদিত নারায়ণ
বিখ্যাত ব্যক্তি বলেই তার দিকে আঙুল তোলা হচ্ছে বলে মনে করছেন অভিনেত্রী কুণিকা। তিনি আরও বলেন, ‘মঞ্চে অনুষ্ঠান করার সময়ে এক অন্য মাদকতা কাজ করে। উত্তেজনা তুঙ্গে থাকে। দর্শক এত ভালোবাসা দেয়, নেশার মতো তা কাজ করে। এ ধরনের মুহূর্তে এই সব ঘটেই থাকে।’
এ মন্তব্যের পরে অন্য নারী তাকে কটাক্ষ করতে পারেন বলে মনে করছেন কুণিকা। তাই তিনি বলেছেন, ‘ওই মেয়েটি এসে চুম্বন করে চলে গেল। ওর তো আসাই উচিত হয়নি। সবচেয়ে বড় কথা, মেয়েটি কোনো আপত্তিও জানায়নি।’
এমএমএফ/এমএস