চুয়াডাঙ্গায় দুপুর না গড়াতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি

3 months ago 28

চুয়াডাঙ্গায় প্রচণ্ড খরতাপ বইছে। শনিবার (১০ মে) দুপুর ১২টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল মাত্র ২৯ শতাংশ। তবে দুপুরের পর সূর্যের তেজ আরও বেড়েছে। বিকেল ৩টা ও সন্ধ্যা ৬ নাগাদ এই তাপমাত্রার পারদ আরও ওপরে উঠতে পারে।

এদিকে শুষ্ক বাতাস ও প্রখর রোদের কারণে রাস্তাঘাটে লোকসমাগম কম। বিশেষ করে শ্রমজীবী মানুষদের পড়তে হয়েছে চরম দুর্ভোগে।

চুয়াডাঙ্গায় দুপুর না গড়াতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন চুয়াডাঙ্গায় এমন খরতাপ অব্যাহত থাকতে পারে। এজন্য জনসাধারণকে দুপুরের সময় অপ্রয়োজনীয়ভাবে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, দুপুর ১২টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরপর আমরা বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় আবার তাপমাত্রা আপডেট দেবো।

হুসাইন মালিক/এফএ/জিকেএস

Read Entire Article