চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

চুরি করার পর চোর সাধারণত লোকচক্ষুর আড়ালে চলে যায়। কিন্তু বড়দিনের আগে ঘটে গেল এক অবিশ্বাস্য নাটকীয় ঘটনা। ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম’ এমন এক চিরকুট লিখে নিজের অপরাধ স্বীকার করে মূল্যবান সম্পদ মালিকের কাছেই ফেরত দিয়ে গেল এক চোর।   বড়দিনের ঠিক আগে যখন চারদিকে উৎসবের আমেজ, তখনই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লার্ক স্ট্রিট মিউজিক নামক বাদ্যযন্ত্রের দোকানে একটি বাদ্যযন্ত্রের দোকানে হানা দেয় এক চোর। অত্যন্ত চতুরতার সাথে নিজের জ্যাকেটের নিচে লুকিয়ে একটি বাদ্যযন্ত্রের দোকান থেকে দুটি অত্যন্ত দামি ম্যান্ডোলিন চুরি করে নিয়ে যায়। উদ্ধার এই ম্যান্ডোলিন দুটির বাজারমূল্য যথাক্রমে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৫ লাখ ১০ হাজার টাকা। দোকানের মালিক চুরির এই সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। চারদিকে ফুটেজটি ছড়িয়ে পড়ায় চোর বুঝতে পারে যে তার পালানোর সব পথ বন্ধ হয়ে আসছে। সম্ভবত ধরা পড়ার ভয় এবং লোকলজ্জার চাপ থেকেই তার মনে অনুশোচনা জাগে। অনুতপ্ত হয়ে সে কেবল চুরি করা মালামালই ফেরত দেয়নি, সাথে রেখে গেছে একটি চিরকুট। সেখানে  লেখা ছিল– দুঃখিত, আমি মাতাল ছিলাম। মেরি ক্রিস

চুরি করা জিনিস ফেরত দিয়ে চিরকুটে ক্ষমা চাইলেন চোর

চুরি করার পর চোর সাধারণত লোকচক্ষুর আড়ালে চলে যায়। কিন্তু বড়দিনের আগে ঘটে গেল এক অবিশ্বাস্য নাটকীয় ঘটনা। ‘দুঃখিত, আমি মাতাল ছিলাম’ এমন এক চিরকুট লিখে নিজের অপরাধ স্বীকার করে মূল্যবান সম্পদ মালিকের কাছেই ফেরত দিয়ে গেল এক চোর।  

বড়দিনের ঠিক আগে যখন চারদিকে উৎসবের আমেজ, তখনই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লার্ক স্ট্রিট মিউজিক নামক বাদ্যযন্ত্রের দোকানে একটি বাদ্যযন্ত্রের দোকানে হানা দেয় এক চোর।

অত্যন্ত চতুরতার সাথে নিজের জ্যাকেটের নিচে লুকিয়ে একটি বাদ্যযন্ত্রের দোকান থেকে দুটি অত্যন্ত দামি ম্যান্ডোলিন চুরি করে নিয়ে যায়।

উদ্ধার এই ম্যান্ডোলিন দুটির বাজারমূল্য যথাক্রমে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা এবং ৫ লাখ ১০ হাজার টাকা। দোকানের মালিক চুরির এই সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

চারদিকে ফুটেজটি ছড়িয়ে পড়ায় চোর বুঝতে পারে যে তার পালানোর সব পথ বন্ধ হয়ে আসছে। সম্ভবত ধরা পড়ার ভয় এবং লোকলজ্জার চাপ থেকেই তার মনে অনুশোচনা জাগে। অনুতপ্ত হয়ে সে কেবল চুরি করা মালামালই ফেরত দেয়নি, সাথে রেখে গেছে একটি চিরকুট। সেখানে  লেখা ছিল– দুঃখিত, আমি মাতাল ছিলাম। মেরি ক্রিসমাস। আপনি একজন ভালো মানুষ। 

দোকান মালিক বাজি লেভিন জানান, তাকে ধাওয়া করলেও চোরটি পালিয়ে যেতে সক্ষম হয়। দোকান মালিক লেভিন এই পুরো ঘটনাকে সিনেমার কাহিনির সাথে তুলনা করেছেন।

তিনি ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে ধন্যবাদ দিয়েছেন। তবে মালিক তার  বাদ্যযন্ত্রগুলো ফেরত পেলেও পুলিশ এখনো চোরটিকে খুঁজছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow