চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার

হবিগঞ্জে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হচ্ছেন- মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. ফরহান মিয়া (২২)। হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনজনের মধ্যে মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল চোর। এসময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে চুরির ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশ। এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ শুক্রবার দিনগত রাত থেকে শনিবার

চুরির অভিযোগে তিনজন আটক, ব্রিটিশ পাসপোর্ট-স্বর্ণালংকার উদ্ধার

হবিগঞ্জে চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া স্বর্ণালংকার ও একটি ব্রিটিশ পাসপোর্ট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত থেকে শনিবার পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হচ্ছেন- মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. ফরহান মিয়া (২২)।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তিনজনের মধ্যে মামুন মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ ডিসেম্বর হবিগঞ্জ শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বসতঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল চোর। এসময় তারা বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ ডিসেম্বর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে চুরির ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশ।

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে পুলিশ শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামুন মিয়া, কাজী ময়নুল ইসলাম ও মো. ফরহান মিয়াকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য মতে শহরতলির উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া ১০ ভরি স্বর্ণালংকার, ১টি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow