চুলের খুশকি উধাও করবে কর্পূর

2 weeks ago 4

শরতের এই সময়টায় বাতস একটু একটু করে শুষ্ক হতে শুরু করে। এতে মাথার ত্বকও শুষ্ক হয়ে যায়, আর সেই সঙ্গে হতে পারে খুশকি। অনেকেই চুলের এই খুশকি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেয়ে যান। তেল-শ্যাম্পু যত কিছুই ব্যবহার করেন না কেন, কিছুই যেন খুশকি থেকে মুক্তি দিতে পারে না। কিন্তু ঘরে থাকা কর্পূর ব্যবহার করেও আপনি খুশকির লাগাম টেনে ধরতে পারেন।

সাধারণত জামা-কাপড়ে সুগন্ধ আনতে বাড়িতে কর্পূর ব্যবহার করা হয়। অনেক সময় আবার বাড়িতে পোকামাকড়ের উপদ্রব শুরু হলেও এটি ব্যবহৃত হয়। তবে এই উপাদানটি চুলের খুশকিও দূর করতে পারে।

খুশকি কেন হয়?
খুশকি অনেক কারণেই হতে পারে। খুশকির সবচেয়ে সাধারণ কারণ সেবোরেইক ডারমাটাইটিস বা ত্বকের তৈলাক্ত ও চুলকানি প্রবণ অবস্থা। মেলাসেজিয়া নামের এক ধরনের ছত্রাক আছে, যা সব প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ত্বকেই থাকে। কিন্তু ত্বকে এটির পরিমাণ বেশি হলে ত্বক শুষ্ক হয় যায়। ফলে খুশকির সৃষ্টি হয়। আবার ত্বকের নানা সমস্যায় এবং কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় খুশকি হতে পারে।

আসুন জেনে নেওয়া যাক কর্পূর কীভাবে ব্যবহার করলে খুশকি দূর হবে-

১. ক্যাস্টর অয়েলের সঙ্গে কর্পূর

ক্যাস্টর অয়েলের সঙ্গে কর্পূর মিশিয়ে ব্যবহার করলে খুশকি দূর হবে। এর জন্য ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে এক চিমটি কর্পূরের গুঁড়া মিশিয়ে নিন। এবার মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে যাদের মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্যাস্টর অয়েল ব্যবহার না করাই ভালো।

২. কর্পূর এবং অ্যালোভেরা জেল

অ্যালোভেরা চুলের আর্দ্রতা বৃদ্ধি করে। ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে আধা চা চামচ কর্পূর গুঁড়া মিশিয়ে মাথার ত্বকে লাগিয়ে নিন। পরে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি মাথার চুলকানি কমাতে সাহায্য করে এবং খুশকির বিরুদ্ধে লড়াই করে।

jagonews24

৩. নারকেল তেলের সঙ্গে কর্পূ‌র

নারকেল তেল ও কর্পূ‌র নানা ভেষজ গুণে সমৃদ্ধ। আধা কাপ নারকেল তেল হালকা গরম করে তার মধ্যে এক চা চামচ কর্পূ‌রের গুঁড়া দিন। একটা বোতল বা পাত্রে রেখে দিন। প্রতিরাতে কিছুটা তেল মাথায় দিয়ে দশ মিনিট ম্যাসাজ করুন। সকালে ভালো করে শ্যাম্পু করে ফেলুন। খুশকি অনেকটা কমবে। এভাবে টানা দুই সপ্তাহ ব্যবহার করে উপকার পেলে ধীরে ধীরে একদিন পর পর মাখুন বা আরও কমিয়ে ব্যবহার করবেন।

৪. অলিভ অয়েল ও কর্পূ‌র

অলিভ অয়েলের সঙ্গে কর্পূর ব্যবহার করতে পারেন। কর্পূরে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল চুলে খুশকি ও চুল পড়া কমাতে সাহায্য করে। ৪ টেবিল চামচ অলিভ অয়েল হালকা গরম করে তার সঙ্গে আধা চা চামচ কর্পূর মিশিয়ে নিন। মাথার ত্বকে লাগিয়ে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এই সপ্তাহে দুই দিন ব্যবহার করলে চু্লের রুক্ষতা কমে যাবে।

৫. কর্পূর এবং দইয়ের চুলের মাস্ক

চার টেবিল চামচ টকদই, আধা চা চামচ কর্পূর গুঁড়া এবং ১টি ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার প্যাকটি মাথায় লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুলের খুশকি অনেক কমে যাবে। ভালো ফল পেতে প্যাকটি সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, অনলি মাই হেলথ

আর পড়ুন
চুল পড়া রোধ করবে সবুজ কফি
শরতে ব্লাশ ছাড়াই গালে পাবেন গোলাপি আভা

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

Read Entire Article