চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে সাড়ে ৬ লাখ পিস নকল বিড়ি জব্দ

3 months ago 17

চুয়াডাঙ্গা শহরে অভিযান চালিয়ে সাড়ে ছয় লাখ পিস নকল আকিজ ব্র্যান্ডের বিড়ি জব্দ করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে শহরের জোয়ার্দ্দার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব নকর বিড়ি জব্দ করা হয়।

অভিযানে ২৬ বস্তায় থাকা ৬ লাখ ৫০ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত বিড়িগুলো পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আল্লারদরগা এলাকায় উৎপাদনের পর চুয়াডাঙ্গায় এনে গুদামজাত করা হয়েছিল।

অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বাড়িটির মালিক সাব্বির হোসেন (২৫) পলাতক রয়েছেন।

স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাব্বির, বাধন ও আনন্দ নামের তিন ব্যক্তি সোমবার রাতে মিরপুর থেকে এই বিড়ির চালানটি এনে বাড়িটিতে রাখেন।

চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে সাড়ে ৬ লাখ পিস নকল বিড়ি জব্দ

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক সাব্বিরকে পলাতক আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এভাবে শহরের অভ্যন্তরে নকল বিড়ির গুদাম তৈরি এবং বিপণনের ঘটনা উদ্বেগজনক। তারা প্রশাসনের কাছে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

হুসাইন মালিক/এমএন/এমএস

Read Entire Article