চুয়াডাঙ্গায় বন্য প্রাণী তিনটি তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলা মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সাথে উদ্ধার করা হয় তার কাছে থাকা তিনটি তক্ষক। তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। জানা গেছে, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন আব্দুল আজিজ। বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে। সিপিসি-৩ মেহেরপুর র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন বলেন, উদ্ধার করা তিনটি তক্ষকের আনুমানিক মুল্য প্রায় ৬০ লাখ টাকা। আর গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্

চুয়াডাঙ্গায় বন্য প্রাণী তিনটি তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গায় বিলুপ্তপ্রায় বন্য প্রাণী তক্ষকসহ আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলা মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সাথে উদ্ধার করা হয় তার কাছে থাকা তিনটি তক্ষক। তক্ষকের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ সরিষাডাঙ্গা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

জানা গেছে, কয়েক বছর আগে খাগড়াছড়ির পাহাড়ের গাছ থেকে ৩টি তক্ষক ধরে আনেন এবং নিজ বাড়িতে প্লস্টিকের ঝুড়িতে রেখে লালন পালন করছিলেন আব্দুল আজিজ। বুধাবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজ নামের একজনকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে তার হেফাজতে থাকা ৩টি তক্ষক উদ্ধার করা হয়েছে।

সিপিসি-৩ মেহেরপুর র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন বলেন, উদ্ধার করা তিনটি তক্ষকের আনুমানিক মুল্য প্রায় ৬০ লাখ টাকা। আর গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা শেষে চুয়াডাঙ্গা সদর থানায় সৌপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow