চুয়াডাঙ্গায় কেমিস্ট না থাকা ও নোংরা পরিবেশে খাবার তৈরিসহ নানা অপরাধে বঙ্গজ অ্যান্ড ব্রেড কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে জেলা টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় তৈরি করা খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এর আগেও একই অপরাধে এ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছিল। পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, জরিমানা আদায় করে ফ্যাক্টরির ত্রুটি সংশোধনে নির্দেশনা দেওয়া হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/এমএস