মাঘের শেষে শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। হিমেল বাতাসে তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে। এতে শীতের তীব্রতা বেড়েছে, বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া মানুষ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
পল্লি চিকিৎসক মিজানুর রহমান জানান, মাঘে শীত তেমন ছিল না। গত দুদিন থেকে হিমেল বাতাসে শীত অব্যাহত রয়েছে। সকালে বের হতে দেরি হচ্ছে। রোগীরা বসে আছে তাই সকালে বের হয়েছি।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, আজ শনিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিন তাপমাত্রার পারদ আরও কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে।