গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ‘বুলডোজার মিছিলের’ কর্মসূচির ডাক দেওয়া হয় সারাদেশে। কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় শেখ মুজিবের ম্যুরাল ও আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিয়ে প্রথমে জেলা কালেক্টর ভবনের সামনে শেখ মুজিব ও ফজিলাতুন্নেছার ম্যুরালটি গুঁড়িয়ে দেওয়া হয়।
এরপর চুয়াডাঙ্গা আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণঅভ্যুত্থানের ৬ মাস পূর্ণ হয়েছে বুধবার।