চুয়াডাঙ্গায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাই

2 hours ago 7

চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না লুট করেছে ছিনতাইকারীরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যক্তির নাম সাগর। তিনি উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সাগর। পথে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। পরে সাগরের স্ত্রীর কাছে থাকা গয়না ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আহত সাগরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম কাঁধের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেখানে ছয়টা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, ছিনতাইকালে বাধা দিলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সাগর আহত হন।

হুসাইন মালিক/কেএসআর

Read Entire Article