চুয়েটে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের উদ্যোগে ৩য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স।
আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিকাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লিকেশন ইন মডেলিং’ শীর্ষক শিরোনামে এ কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
এ বছরের কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘Applications of Mathematics for a sustainable world.’
তিন দিনব্যাপী এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানি, চেক রিপাবলিক, ভারত, ব্রাজিল, নেপালসহ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় অ্যাকাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকগণ অংশ নেবেন।
এতে ৮টি কি-নোট, প্ল্যানারি প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। আন্তর্জাতিক এ কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং ১২৫টি গৃহীত হয়।
এ বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কনফারেন্স সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব বলেন, আন্তর্জাতিক এ কনফারেন্সের তৃতীয় আসর এবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে চুয়েটের গণিত বিভাগের উদ্যোগে, যা আমাদের জন্য গর্বের। এটি আমাদের জন্য একটি প্রেস্টিজিয়াস কনফারেন্স। এ কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের স্বনামধন্য গবেষক ও বিজ্ঞানী উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, এই কনফারেন্সের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ পেপার গ্রহণ করা হয়েছে। চুয়েট থেকেও কিছু সংখ্যক রিসার্চ পেপার গ্রহণ হয়েছে যা আমাদের জন্য গর্বের।
আগামী ৫ ডিসেম্বর কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন কেপ টাউন বিশ্ববিদ্যালয়ের (ইউসিটি) বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. ফ্রান্টিসেক স্টেপানেক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচ রাশেদুল হোসেন, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. প্রীতি কুমার রায় এবং স্প্রিনজার ন্যাচারের এক্সিকিউটিভ এডিটর মোহাম্মদ শামীম আহমেদ।
উল্লেখ্য, ওই কনফারেন্সে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি।