চুয়েটে ছাত্রদলের কমিটি প্রকাশের খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ

2 months ago 10

সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এরুপ প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়।

জানা যায়, বৃহস্পতিবার ক্যাস্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যে কোনো ধরনের ছাত্র রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।

পরবর্তীতে শিক্ষার্থীরা রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল শুরু করেন এবং সবগুলো ছাত্র ও ছাত্রী হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবন পর্যন্ত এগিয়ে যান। এসময় তারা ‘ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না’; ‘লাল কার্ড লাল কার্ড-ছাত্রদল লাল কার্ড’, ‘ছাত্শিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড’; ‘চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সব দলের প্রতিই তাদের সম্মান রয়েছে। কিন্তু চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেওয়া হবে না। শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবির কিংবা ছাত্র ইউনিয়নের কমিটিও মেনে নেয়া হবে না।

এছাড়া, যাদের কমিটিতে নাম আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন তারা। যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয়, তবে তারা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দেবেন বলে জানিয়েছেন।

চুয়েটে গত বছরের আগস্টে সিন্ডিকেটের ১৩৬তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুসারে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ।

এএমএ/এএসএম

Read Entire Article