চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় জানালেন ইসি সচিব

2 hours ago 3

চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ‘এবার আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশ হবে।’ 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।

সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না।’

তিনি বলেন, ‘রোববার (২১ সেপ্টেম্বর) অথবা সোমবার (২২ সেপ্টেম্বর) রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে। মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাইবাছাই করা আছে। রোববার বা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

এ সময় আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধিদল আলোচনা করতে ইসিতে আসবে বলেও জানান তিনি।

Read Entire Article