চূড়ান্ত হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের সময়সূচি
ডিসেম্বরের শুরুতেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ কবে, কখন সেটিও জানা সবার। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির লক্ষ্যে শক্তিশালী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে আগামী বছরের মার্চের উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। প্রতিপক্ষ চূড়ান্ত থাকলেও চূড়ান্ত ছিল না ম্যাচ দুটির সময়সূচি। অবশেষে ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হলো।
বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ জানিয়েছিলেন, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত—ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।
২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দুবারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে ২০০৬ বিশ্বকাপের ক
ডিসেম্বরের শুরুতেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি চূড়ান্ত হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ কবে, কখন সেটিও জানা সবার। বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির লক্ষ্যে শক্তিশালী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে আগামী বছরের মার্চের উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। প্রতিপক্ষ চূড়ান্ত থাকলেও চূড়ান্ত ছিল না ম্যাচ দুটির সময়সূচি। অবশেষে ম্যাচের সময় ও ভেন্যু চূড়ান্ত হলো।
বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালোভাবে সম্পন্ন করতে মার্চের ফিফা উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে ব্রাজিল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির দাউদ জানিয়েছিলেন, আমাদের আসন্ন দুটি ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত—ফ্রান্স এবং ক্রোয়েশিয়া।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। ওই সময় ফ্লোরিডার অরল্যান্ডোতে ক্যাম্প করবে ব্রাজিল।
২০১৫ সালে সর্বশেষ ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল। শেষ দুবারই ফ্রান্সের জালে ৩ গোল করে জিতেছিল সেলেসাওরা। তবে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ফ্রান্সের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে।
ক্রোয়েশিয়ার সঙ্গেও ব্রাজিলের শেষ স্মৃতি সুখকর নয়। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে দুঃসহ স্মৃতি নিয়ে ফেরে ব্রাজিল।