চেকপোস্টে দুই আওয়ামী লীগ নেতা আটক

1 month ago 19

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া (৪২) ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে (৩৭) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে তাদেরকে স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে পালাতে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলী থানা পুলিশের একটি চেকপোস্টে তারা আটক হন।

আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া সেনবাগের নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে এবং মো. নজরুল ইসলাম একই গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তাদের বিরুদ্ধে সেনবাগে থানায় বিএনপি কার্যালয় ভাঙচুরের তিনটি মামলা রয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, সেনবাগে পুলিশের অভিযানে বিএনপির নেতারা চট্টগ্রামে পালাতে গিয়ে চেকপোস্টে আটক হন। পরে তাদের এনে ভাঙচুরের তিন মামলায় আদালতে সোপর্দ করা হয়।

আরএইচ/এএসএম

Read Entire Article