চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টায় দু'জন আটক

কখনো চুরি, কখনো ছিনতাই, আবার কখনো ডাকাতি—বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে যার বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন থানায় ১২টি মামলা দায়ের হয়েছে, এবার টিউবওয়েলের পানিতে চেতনানাশক কেমিক্যাল মিশিয়ে চুরির চেষ্টাকালে জনতা তাকে এক সঙ্গীসহ আটক করেছে। এটি তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৩তম মামলা। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামে এই ঘটনা ঘটেছে। শনিবার রাতে আটক হওয়ার পর রোববার (২৮ ডিসেম্বর) পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলীম উদ্দিনের ছেলে বিশু মিয়া (৩৯) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার জামালপুর গ্রামের মৃত আলী চৌধুরীর ছেলে মামুন চৌধুরী (২৫)। গ্রেপ্তার বিশু মিয়ার নামে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দায়ের করা আছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের ইউসুফ মিয়ার বাড়ির টিউবওয়েলের পানি পান করে বাড়ির পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শে

চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টায় দু'জন আটক

কখনো চুরি, কখনো ছিনতাই, আবার কখনো ডাকাতি—বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে যার বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন থানায় ১২টি মামলা দায়ের হয়েছে, এবার টিউবওয়েলের পানিতে চেতনানাশক কেমিক্যাল মিশিয়ে চুরির চেষ্টাকালে জনতা তাকে এক সঙ্গীসহ আটক করেছে। এটি তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৩তম মামলা। এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামে এই ঘটনা ঘটেছে। শনিবার রাতে আটক হওয়ার পর রোববার (২৮ ডিসেম্বর) পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার নজুনবাগ গ্রামের আলীম উদ্দিনের ছেলে বিশু মিয়া (৩৯) এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার জামালপুর গ্রামের মৃত আলী চৌধুরীর ছেলে মামুন চৌধুরী (২৫)। গ্রেপ্তার বিশু মিয়ার নামে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দায়ের করা আছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর গ্রামের ইউসুফ মিয়ার বাড়ির টিউবওয়েলের পানি পান করে বাড়ির পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে বিকেলে তারা বাড়ি ফেরেন। কিন্তু রাত ১০টার দিকে গ্রেপ্তারকৃতরা ওই বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে এই অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow