চেনা আঙিনায় নবীন প্রবীণের মিলন মেলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডেবোনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়োব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. কায়কোবাদ। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। শতবর্ষ উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানসহ দেশের নানা প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হতে থাক

চেনা আঙিনায় নবীন প্রবীণের মিলন মেলা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ডেবোনিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়োব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. কায়কোবাদ। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন।

শতবর্ষ উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানসহ দেশের নানা প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয়ে জড়ো হতে থাকেন। দীর্ঘদিন পর বন্ধুদের সাথে দেখা হয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই স্মৃতি ধরে রাখতে মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

উল্লেখ্য, পদ্মা নদীর চরাঞ্চলের মানুষের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ১৯২৩ সালে ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। শত বছরের পথচলায় এ প্রতিষ্ঠান থেকে বহু গুণীজন দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow