চেম্বার আদালতে চার ঘণ্টায় ২৬৯ মামলায় আদেশ দেওয়ার নজির

4 months ago 74

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এক দিনে ২৬৯ মামলার শুনানি হয়েছে। বুধবার (৫ জুন) মাত্র চার ঘণ্টায় ২৬৯টি মামলায় আদেশ দেওয়ার এই নজির সৃষ্টি হয়।

সকালে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিচার পরিচালনার পর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালতে এ ২৬৯টি মামলায় আদেশ দেওয়া হয়।

এর আগে এক দিনে চেম্বার আদালতে এত মামলা নিষ্পত্তির নজীর নেই বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

অন্যদিকে একদিনে এত মামলা নিষ্পত্তির প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ (এ এম) আমিন উদ্দিন বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালতকে অভিবাদন জানান।

এফএইচ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article