লর্ডসের সবুজ গালিচায় ম্যাচের শেষ বলটি যখন বাউন্ডারি পেরিয়ে গেল, তখনই যেন থমকে গেল সময়। স্কোরবোর্ডে লেখা হয়ে গেল ইতিহাস, দক্ষিণ আফ্রিকা ২৮২/৫। জয় ৫ উইকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দল এখন তারাই। বিষয়টি তখনো বিশ্বাস করতে পারছিলেন না ড্রেসিংরুমের করিডোরে বসা টেম্বা বাভুমা। দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন, কোচিং স্টাফরা এসে তাকে টেনে তুললেন, প্রোটিয়া অধিনায়কও বুঝতে পারলেন, তারা আর চোকার... বিস্তারিত