চোখে লাল ভাব, ঝাপসা দেখা, হালকা ব্যথা বা পানি পড়া—এমন সমস্যাগুলো আমরা সাধারণত খুব একটা গুরুত্ব দিই না। চোখে ধুলা লেগেছে, ঘুম কম হয়েছে, বা অ্যালার্জি—এভাবেই অনেক সময় এড়িয়ে যাই। কিন্তু জানেন কি, এসব সাধারণ মনে হওয়া লক্ষণও হতে পারে শরীরের ভেতরের বড় কোনো অসুস্থতার ইশারা?
আরও পড়ুন : পড়াশোনায় সাফল্য থাকবে সকালের যে ৫ অভ্যাসে
আরও পড়ুন : বুঝে নিন মানসিক অবসাদ ও ডায়াবেটিসের সম্পর্ক
বিশেষজ্ঞদের মতে, কিছু ক্যানসারের প্রাথমিক লক্ষণ চোখেও দেখা দিতে পারে। সময় থাকতেই বুঝে নেওয়া গেলে ক্যানসারের মতো মারাত্মক রোগ প্রতিরোধে অনেকটাই এগিয়ে থাকা যায়।
যে ৫টি চোখের সমস্যাকে অবহেলা করবেন না:
চোখ লাল হয়ে যাওয়া : বারবার চোখ লাল হওয়া শুধু ক্লান্তি নয়, হতে পারে শরীরের ভেতরে থাকা ম্যালিগন্যান্ট টিউমারের লক্ষণ।
চোখে ব্যথা বা চাপ অনুভব করা : ফুসফুস, স্তন বা প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে চোখে ব্যথা দেখা দিতে পারে।
ঘন ঘন চোখ চুলকানো বা জ্বালাপোড়া : হালকা মনে হলেও এটি হতে পারে অরবিটাল মেটাস্টেসিস-এর লক্ষণ, যেখানে ক্যানসার চোখের আশপাশে ছড়িয়ে পড়ে।
চোখ দিয়ে অনবরত পানি পড়া : যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঝাপসা দেখা বা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া : এই লক্ষণ ফুসফুস ক্যানসারসহ আরও কিছু মারাত্মক রোগের আগাম ইঙ্গিত হতে পারে।
কেন এসব লক্ষণ গুরুত্ব দেওয়া জরুরি?
চোখের এসব সমস্যা ‘অরবিটাল মেটাস্টেসিস’-এর অংশ হতে পারে। অর্থাৎ শরীরের অন্য কোনো জায়গায় থাকা ক্যানসার চোখের চারপাশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ফুসফুস, স্তন ও প্রস্টেট ক্যানসারের ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায়।
আরও পড়ুন : আপনি কেমন মানুষ—এই ছবিই বলে দেবে অনেক কিছু!
আরও পড়ুন : দামি সাপ্লিমেন্ট নয়, তারুণ্য ধরে রাখতে দরকার কিছু সহজ অভ্যাস
চোখ শুধু দৃষ্টির জন্য নয়, অনেক সময় শরীরের গভীরে লুকিয়ে থাকা রোগের সংকেতও দেয়। তাই যদি উপরের যে কোনো উপসর্গ দীর্ঘদিন থাকে বা ঘন ঘন দেখা দেয়, তবে অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞ বা অনকোলজিস্টের পরামর্শ নিন। সচেতনতা আর সময়মতো চিকিৎসাই হতে পারে বড় বিপদ ঠেকানোর সবচেয়ে ভালো উপায়।

3 weeks ago
20








English (US) ·