চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৪

2 months ago 37

বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বগুড়া, গাইবান্ধা ও রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লাল, কালো রঙের বাজাজ পালসার ১৫০ সিসির তিনটি চোরাই মোটরসাইকেল পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- গাইবান্ধা সদরের মালিবাড়ী ফকিরপাড়ার মৃত গোলজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৩৯), একই উপজেলার দক্ষিণ দুর্গাপুরের রানু মিয়ার ছেলে আব্দুল হান্নান হিরু (৩০), বগুড়ার শাজাহানপুর উপজেলার বৃ-কুষ্টিয়া এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে কেরামত আলী (৪৫) এবং রংপুর মিঠাপুকুরের মুরারীপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে ইসমাইল হোসেন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আশরাফুল চারটি চুরিসহ ৬ মামলার আসামি। কেরামত আলীর, আব্দুল হান্নান হিরুর বিরুদ্ধে একটি করে চুরির মামলা রয়েছে এবং ইসমাইলের বিরুদ্ধে একটি চুরিসহ দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন বগুড়াসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে। একই সঙ্গে নিজেরা বিক্রেতা সেজে বেঁচা-কেনায় জড়িত বলেও স্বীকারোক্তি দিয়েছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর বগুড়া সদরের সাবগ্রাম হাট এলাকা থেকে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (বগুড়া-ল-১১-১৪৮২) চুরি হয়। এ ব্যাপারে গত শুক্রবার বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন গাবতলী উপজেলার শাহ জামাল। সেই মামলার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 

Read Entire Article