যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটিতে এক শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ব্যবহার করে লেকচার নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এক শিক্ষার্থী। শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেননি, তিনি পুরো টিউশন ফির অর্থ ফেরতেরও দাবি জানিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের বরাতে ফরচুন ডটকম জানায়, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী এল্লা স্ট্যাপ্লেটন অভিযোগ করেন, অধ্যাপক রিক অ্যারোউড লেকচার নোট ও স্লাইড... বিস্তারিত