চ্যাটজিপিটি-৫ নিয়ে বিতর্ক, নতুন মোডে আসছে ৩ পরিবর্তন

3 weeks ago 10

ওপেনএআইয়ের নতুন সংস্করণ চ্যাটজিপিটি-৫ নিয়ে অনলাইনে নানা অভিযোগ উঠেছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন, আগের সংস্করণের তুলনায় এটি আলাপচারিতায় কম প্রাণবন্ত, ছোট ছোট উত্তরে কাজ সেরে ফেলে এবং কখনো কখনো সাধারণ প্রশ্নের উত্তর দিতেও হিমশিম খায়। কেউ কেউ বলছেন, জিপিটি-৪-এর চেয়ে এটি অনেক বেশি সংগঠিত হলেও কথোপকথনে পিছিয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানিয়েছেন, সমস্যাগুলো সমাধানে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ৩টি মোড—‘অটো’, ‘ফাস্ট’ ও ‘থিঙ্কিং’। ব্যবহারকারী চাইলে যে কোনোটি বেছে নিতে পারবেন। আলাদা করে নির্বাচন না করলে ডিফল্ট হিসেবে থাকবে ‘অটো’ মোড।

অল্টম্যানের মতে, নতুন এই সেটিং ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ, গতি ও গভীরতার দিক থেকে ভিন্ন অভিজ্ঞতা দেবে। তবে ‘থিঙ্কিং’ মোডে সপ্তাহে সর্বোচ্চ ৩ হাজার বার্তা পাঠানো যাবে। সীমা অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ‘থিঙ্কিং মিনি’ মোডে চলে যাবে চ্যাটবট।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় ওপেনএআই নির্মিত চ্যাটজিপিটি। শুরু থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আলোড়ন তোলা এই চ্যাটবট এবার নতুন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে। তবে অল্টম্যানের সতর্কতা ও পরিবর্তনের ঘোষণা নিয়ে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Read Entire Article