চ্যাটজিপিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক

চ্যাটজিপি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং আপনার মিউজিক অভিজ্ঞতাও সহজ করতে পারবে। সম্প্রতি ওপেনএআই চ্যাটজিপিতে নতুন একটি অ্যাপ ডিরেক্টরি চালু করেছে, যেখানে এবার যুক্ত হয়েছে অ্যাপল মিউজিক। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজভাবে গান খুঁজতে, প্লেলিস্ট তৈরি করতে এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজাতে পারবেন। নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজ ভাষায় গান খোঁজার অনুরোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখে দিতে পারেন, ‘আমার জন্য ৩০টি রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করো, তবে ক্লাসিক গান বাদ দাও।’ এমনকি টিভি শো বা সিনেমার থিম অনুযায়ীও প্লেলিস্ট বানানো যাবে। চ্যাটজিপিটি সেগুলো নির্বাচিত গান দিয়ে আপনার অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে প্লেলিস্ট যুক্ত করবে। যদি গানের নাম মনে না থাকে, তাতেও সমস্যা নেই। আপনি অজানা বা অস্পষ্ট বর্ণনা দিয়ে গান খুঁজতে পারবেন, যেমন ‘কোনো সিনেমার রোমান্টিক গান’ বা ‘মুড অনুযায়ী গান।’ ছোট গান স্যাম্পল চ্যাটজিপিতে শোনা যাবে, তবে পুরো গান স্ট্রিম করতে হলে অ্যাপল মিউজিক অ্যাপ ব্যবহার করতে হবে। একটি বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ড

চ্যাটজিপিতে যুক্ত হলো অ্যাপল মিউজিক
চ্যাটজিপি এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং আপনার মিউজিক অভিজ্ঞতাও সহজ করতে পারবে। সম্প্রতি ওপেনএআই চ্যাটজিপিতে নতুন একটি অ্যাপ ডিরেক্টরি চালু করেছে, যেখানে এবার যুক্ত হয়েছে অ্যাপল মিউজিক। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজভাবে গান খুঁজতে, প্লেলিস্ট তৈরি করতে এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজাতে পারবেন। নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজ ভাষায় গান খোঁজার অনুরোধ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি চাইলে লিখে দিতে পারেন, ‘আমার জন্য ৩০টি রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করো, তবে ক্লাসিক গান বাদ দাও।’ এমনকি টিভি শো বা সিনেমার থিম অনুযায়ীও প্লেলিস্ট বানানো যাবে। চ্যাটজিপিটি সেগুলো নির্বাচিত গান দিয়ে আপনার অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে প্লেলিস্ট যুক্ত করবে। যদি গানের নাম মনে না থাকে, তাতেও সমস্যা নেই। আপনি অজানা বা অস্পষ্ট বর্ণনা দিয়ে গান খুঁজতে পারবেন, যেমন ‘কোনো সিনেমার রোমান্টিক গান’ বা ‘মুড অনুযায়ী গান।’ ছোট গান স্যাম্পল চ্যাটজিপিতে শোনা যাবে, তবে পুরো গান স্ট্রিম করতে হলে অ্যাপল মিউজিক অ্যাপ ব্যবহার করতে হবে। একটি বড় সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন। চ্যাটজিপিটি আপনার আগের পছন্দের গান ও শিল্পীর তথ্য মনে রেখে নতুন গান সাজেস্ট করতে পারবে। এতে আপনার মিউজিক অভিজ্ঞতা আরও ব্যক্তিগত এবং মজাদার হবে। অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে চ্যাটজিপির অ্যাপ ডিরেক্টরিতে যেতে হবে, অ্যাপল মিউজিকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করে লগইন করতে হবে। এরপর চ্যাটে @AppleMusic লিখে সরাসরি অ্যাপটি ব্যবহার করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow