কদিন পরই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।তার আগে বড় ধাক্কা খেলো টিম অস্ট্রেলিয়া। ছিটকে গেলেন অলরাউন্ডার মিচেল মার্শ। ১২ ফেব্রুয়ারির মধ্যে অস্ট্রেলিয়াকে তাদের বিকল্প খেলোয়াড়ের নাম জানাতে হবে।
দীর্ঘ দিন ধরেই পিঠের সমস্যার সঙ্গে লড়াই করছিলেন মার্শ। তা বর্তমানে আরও গুরুতর আকার ধারণ করেছে। এই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি-২০২৫ খেলতে পারবেন না এই অলরাউন্ডার।
চলতি মাসে পার্থ স্কোর্চার্সের হয়ে বিগব্যাশ লিগে মাত্র একটি ম্যাচ খেলার পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামেননি তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ৩৩ বছর বয়সী মার্শের গত কয়েক সপ্তাহে পুনর্বাসন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত ১৫ সদস্যের দল ১২ ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করতে হবে এবং মার্শের বিকল্প কে হবেন তা এখনও নির্ধারিত হয়নি। এদিকে বর্তমান ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এখনও তার গোড়ালির চোট নিয়ে পুনর্বাসনে রয়েছেন এবং তার স্ত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন, ফলে কামিন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা অনিশ্চিত।
এই পরিস্থিতিতে ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব স্টিভ স্মিথের ওপর বর্তাতে পারে বলে মনে করা হচ্ছে। স্মিথ বর্তমানে গলেতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া ট্র্যাভিস হেডও নেতৃত্বের দৌড়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
এমএমআর/এএসএম