চ্যাম্পিয়ন বিকেএসপি লাল দল

2 months ago 34

বিকেএসপি কাপ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি লাল দল। ফাইনালে দলটি ৩-০ গোলে বিকেএসপি সবুজ দলকে পরাজিত করে। ম্যাচের প্রথমার্ধেই লাল দল আধিপত্য বিস্তার করে ৩ গোলে লিড নিয়েছিল। নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান গোল তিনটি করেন।

খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা। সর্বোচ্চ ১০ গোল করে টপ স্কোরার নির্বাচিত হয়েছেন লাল দলের সাগরিকা। সেরা গোলরক্ষক নির্বাচিত হন সবুজ দলের সাথী বিশ্বাস।

এ সময় সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলের বিকেএসপির ৫ খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিকেএসপির স্বপ্না রানী, আফইদা খন্দকার প্রান্তি, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

Read Entire Article