চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উড়ছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জিতে মূলপর্ব এক প্রকার নিশ্চিতই করে রেখেছিল বাংলাদেশ। এরপর শুক্রবার যুক্তরাষ্টের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট কাটে টাইগ্রেসরা। সুপার সিক্স শেষ হতে এখনো এক ম্যাচ বাকি, প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডাচরাও।  ডাচদের হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি। শেষ ম্যাচ জিতে হতে চান চ্যাম্পিয়ন।  আজ (শনিবার) নাহিদা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা টানা ছয় ম্যাচ জিততে পেরেছি। আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’ তিনি আরও যোগ করেন, ‘একটা দল হিসেবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বিভাগেই ভালো করছি। ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে রয়েছে। আশা করি তারা এই ফর্মটা ধরে রাখবে। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের চার থেকে পাঁচ মাসের একটা সময় রয়েছে। আমরা চেষ্টা করব সেরা প্রস্তুতিটা নিয়ে বিশ্বকাপে য

চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের লক্ষ্য 
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে উড়ছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচ জিতে মূলপর্ব এক প্রকার নিশ্চিতই করে রেখেছিল বাংলাদেশ। এরপর শুক্রবার যুক্তরাষ্টের বিপক্ষে জিতে বিশ্বকাপের টিকিট কাটে টাইগ্রেসরা। সুপার সিক্স শেষ হতে এখনো এক ম্যাচ বাকি, প্রতিপক্ষ শক্তিশালী নেদারল্যান্ডস। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডাচরাও।  ডাচদের হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে বাছাই শেষ করতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত হলেও দলের লক্ষ্য এখনো পূরণ হয়নি। শেষ ম্যাচ জিতে হতে চান চ্যাম্পিয়ন।  আজ (শনিবার) নাহিদা বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা টানা ছয় ম্যাচ জিততে পেরেছি। আমাদের আরেকটা ম্যাচ আছে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব জয়ের ধারা বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার জন্য।’ তিনি আরও যোগ করেন, ‘একটা দল হিসেবে আলহামদুলিল্লাহ আমরা তিনটা বিভাগেই ভালো করছি। ব্যাটাররা খুবই ভালো করছে, তারা খুব ভালো ফর্মে রয়েছে। আশা করি তারা এই ফর্মটা ধরে রাখবে। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের চার থেকে পাঁচ মাসের একটা সময় রয়েছে। আমরা চেষ্টা করব সেরা প্রস্তুতিটা নিয়ে বিশ্বকাপে যাওয়ার জন্য।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow