চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল রিশাদ-সাকিবের লাহোর

3 months ago 10

শ্বাসরুদ্ধকর ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটরসকে হারিয়ে তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স। গতকাল রোববার রাতের এই জয়ে ট্রফি তো পেয়েছেই, পাশাপাশি বড় অংকের প্রাইজমানিও অর্জন করেছে সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের দল লাহোর।

লাহোরের আগে তিনবার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে কেবল ইসলামাবাদ ইউনাইটেড। তবে এককভাবে টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক বনে গেছেন লাহোরের শাহিন শাহ আফ্রিদি।

রোববারের রুদ্ধশ্বাস ফাইনালের ফল লাহোরের পক্ষে যাওয়ার পর ভক্ত-সমর্থকদের প্রশ্ন, চ্যাম্পিয়ন হয়ে কী পরিমাণ অর্থ পেয়েছে সাকিব-রিশাদের দল, রানার্সআপ কোয়েটার পকেটেই বা কত অর্থকড়ি ঢুকেছে?

ভক্তদের কৌতূহল মিটিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের ১০তম সংস্ককরণের বিজয়ী লাহোরেকে দেওয়া হয়েছে ৫ লাখ মার্কিন ডলারের প্রাইজমানি। যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৫ লাখ টাকা, আর পাকিস্তানি মুদ্রায় তা ১৪ কোটি রুপি।

রানার্সআপ কোয়েটা পেয়েছে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৪১ লাখ টাকার বেশি, আর পাকিস্তানি মুদ্রায় ৫ কোটি ৬০ লাখ রুপি।

রোববার কোয়েটা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সউদ শাকিলের দল।

জবাব দিতে নেমে শুরুতে ওভারপ্রতি প্রয়োজনীয় হারেই রান তুলে লক্ষ্যের দিকে এগিয়ে যায় লাহোর। আগ্রাসী সূচনা করে ভিত্তি গড়ে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও ফখর জামান। কিন্তু ইনিংসের মাঝের দিকে বিরতি দিয়ে কয়েকটা উইকেটের পতনের পর রানের গতি কমে যায় শাহিনের দলের।

এক পর্যায়ে লাহোরের দরকার ছিল ২০ বলে ৫৭ রানের, হাতে ৬ উইকেট। পিচে তখন শ্রীলঙ্কান ব্যাটার কুশল পেরেরা আর জিম্বাবুইয়ান ব্যাটার সিকান্দার রাজা।

জয়ের নায়ক সিকান্দার রাজাকে নিয়ে লাহোর ক্রিকেটারদের উদযাপন। ছবি: সংগৃহীত

পঞ্চম উইকেটে ১৯ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে লাহোরকে অবিশ্বাস্য জয় উপহার দেন রাজা ও পেরেরা।

লঙ্কান বাঁহাতি ব্যাটার পেরেরা ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা ও পঞ্চম বলে চার হাঁকিয়ে লাহোরের জয় নিশ্চিত করা রাজা ৭ বলে ২২ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া ব্যক্তিগত পারফরমারদের জন্যও পৃথকভাবে পুরস্কার ঘোষণা করেছে পিএসএল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: হাসান নওয়াজ (কোয়েটা গ্লাডিয়েটরস)

সেরা বোলার : শাহিন শাহ আফ্রিদি (লাহোর কালান্দার্স)

সেরা ফিল্ডার : আবদুল সামাদ (পেশোয়ার জালমি)

অলরাউন্ডার অফ দ্য টুর্নামেন্ট : সিকান্দার রাজা (লাহোর কালান্দার্স)

উদীয়মান সেরা খেলোয়াড়: মুহাম্মদ নাঈম (লাহোর কালান্দার্স)

সর্বোচ্চ উইকেট শিকারী : শাহিন আফ্রিদি (লাহোর কালান্দার্স)

সর্বোচ্চ রান সংগ্রাহক : সাহিবজাদা ফারহান (ইসলামাবাদ ইউনাইটেড)

টুর্নামেন্টসেরা আম্পায়ার : আসিফ ইয়াকুব

এমএইচ/জিকেএস

Read Entire Article